ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৭:৪৯, ১৬ ডিসেম্বর ২০১৯

জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, প্রীতি ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সোমবার ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। 

জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ এ সময় উপস্থিত ছিলেন।এ সময় প্রতিটি হলের প্রধ্যাক্ষ হলসমূহে অনুরূপভাবে পতাকা উত্তোলন করেন। 

এরপর ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’র সমবেত হয়। সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। 
এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি