জাতীয় স্মৃতিসৌধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
প্রকাশিত : ২৩:১৫, ১৬ ডিসেম্বর ২০১৯
মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে সোমবার সকালে সূর্যোদয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণমাধ্যমে সংবাদকর্মীরা, কর্মকর্তা ও কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান পরিবেশিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।
এছাড়াও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এমএস/কেআই
আরও পড়ুন