ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫৫, ১৭ ডিসেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো.মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এই দিকে চলতি বছরের ১ ও ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ৬৮ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত চলে। এরপর শূন্য আসনে  ১৫ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ের মধ্য দিয়ে চলতি বছরের ভর্তি কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি