ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যাম্পাস পরিচ্ছন্ন করায় বেরোবি ১১তম ব্যাচকে সম্মাননা

বেরোবি সংবাদদাতা

প্রকাশিত : ০৯:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন করায় ১১তম ব্যাচকে সম্মাননা দিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

বিজয় দিবসের অনুষ্ঠানে উপাচার্য ১১তম ব্যাচের ২ প্রতিনিধির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ ছাড়াও পরবর্তীকালে আরও পুরষ্কার দেয়ার ঘোষণা করা হয়। 

এ সময় উপাচার্য বলেন, বুলি বচনের ঘোষণা না দিয়েই বিরল কাজটি (ক্যাম্পাস পরিচ্ছন্ন) করে দেখিয়েছে একাদশ ব্যাচের শিক্ষার্থীরা। সে জন্য তাদেরকে আমরা প্রতিকীভাবে সম্মানিত করছি। ভবিষ্যতে তাদেরকে কীভাবে অনুপ্রাণিত করা যায় এবং কাজটি কীভাবে সমন্বয়ে আনা যায় এ জন্য দায়িত্ব অর্পণ করছি বহিরাঙ্গন পরিচালক আইকিউএসি এর পরিচালক অধ্যাপক নাজমুল হককে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক বিল্ডিং এর আশেপাশে, দেবদারু সড়কে, বিজয় সড়কে, কৃষ্ণচুড়া সড়কে, ক্যাফেটিরিয়ার আশেপাশে এবং খেলার মাঠে জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়। এছাড়াও ক্যাম্পাসের প্রধান প্রধান স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি