ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত সম্পাদক মেজবাহ

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশন ২০২০ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৮ ডিসেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের হাজ্বী ইদ্রীস অডিটোরিয়ামে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ১টায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে বিকাল ৩টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক। 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী পরিচালক (হিসাব) সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন।

কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নার্গিস আক্তার হেলালী (সহকারী রেজিস্ট্রার শিক্ষা শাখা) , যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহরাব ইকবাল (সেকশন অফিসার, শিক্ষা শাখা),  কোষাধ্যক্ষ মো. কামরুল হাসান (সেকশন অফিসার প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)  দপ্তর ও প্রচার সম্পাদক কাজী জিয়াউল হক ( সহকারী প্রোগ্রামার, আইসিটি সেল), মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা (সেকশন অফিসার, এস্টেট শাখা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুর রহমান (সহকারী পরিচালক, শরীরচর্চা)। 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন ইসতিয়াক মোহাম্মাদ ফয়সল (সেকশন অফিসার, প্রশাসন শাখা), আবু নাসের (উপসহকারী প্রকৌশলী, বিদ্যুৎ), মোহাম্মদ মহিউদ্দিন (ক্যাটালগার, কেন্দ্রীয় লাইব্রেরি)।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি