ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফার্মেসি কর্মচারীকে মারধর করল বাকৃবি ছাত্রলীগ

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:০১, ২৮ ডিসেম্বর ২০১৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহে সায়েম (২৫) নামের এক ফার্মেসি কর্মচারীকে মারধর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের আনিছ মেডিকেল হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে বাকৃবি শাখা ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাজমুল হক নয়ন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ডাকেন। পরে তিনি আশরাফুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি মো. আরমানসহ আট দশজনকে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের সামনে আনিছ মেডিকেল হলের সামনে নামেন। এসময় দোকানে বিকাশে ক্যাশআউট করাকে কেন্দ্র করে দোকানের কর্মচারী সায়েমের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কর্মচারীকে মারধর করে তারা।

এ বিষয়ে নাজমুল হক নয়ন বলেন, ‘আমরা রক্ত দিতে মেডিকেলে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নেই। পরে বিকাশের টাকা তুলতে গেলে ওই কর্মচারী আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এসময় তার সাথে আমাদের হাতাহাতি হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. চয়ন গোস্বামী বলেন, ঘটনাটি আমরা জেনেছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি