ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বগুড়ায় চালু হলো মদিনা ইন্টারন্যাশনাল স্কুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:৩৮, ৩০ ডিসেম্বর ২০১৯

এই প্রথম উত্তরাঞ্চলের বগুড়া শহরের ঠনঠনিয়াতে বাংলা আরবি ও ইংরেজি তিনটি ভাষাকে সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হতে যাচ্ছে ‘মদিনা ইন্টারন্যাশনাল স্কুল’। সেই কাঙ্খিত প্রতিষ্ঠানটির উদ্বোধন হয় গত শনিবার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দি ম্যাসেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও প্রিন্সিপাল শাইখ সাইফুল ইসলাম খান মাদানী, দি ম্যাসেজ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ডা. মো. আনোয়ার হোসেন, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল কাফি মাদানী, ক্রীড়া ব্যক্তিত্ব জামিলুর রহমান, বগুড়া ঠনঠনিয়া এলাকার স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি