ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ডাকসুর সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১২:২০, ৩০ ডিসেম্বর ২০১৯

আগের দিন রোববার ককটেল বিস্ফোরণের চিহ্ন- সংগৃহীত

আগের দিন রোববার ককটেল বিস্ফোরণের চিহ্ন- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পরপর দুইট ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রক্টরিয়াল মোবাইল টিম থাকার পরও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পরে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার ডাকসু ভবনের সামনের সড়কে ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়। বিস্ফোরণে হৃদয় নামে এক তরুণ আহত হন। তিনি মধুর ক্যান্টিনে কাজ করেন বলে জানা গেছে।

এর আগে গতকাল রোববার সকাল সাড়ে নয়টার দিকে ডাকসু ও মধুর ক্যান্টিনের সামনের সড়কে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এছাড়া গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংলগ্ন এলাকায় পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি