ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদা সম্পাদক ড. এনামুল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ৩০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতির ২০২০ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি এবং সাধারণ সম্পাদক পদে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষক সমিতির কমপ্লেক্সে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-অর-রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ ড. মো. শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ মো. আবিদ হাসান সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা ইয়াসমিন, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মেছবাহ উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক ড. চয়ন গোস্বামী।

এছাড়াও ছয়টি সদস্য পদে অধ্যাপক ড. মাহফুজা বেগম, অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক এ. কে.এম রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ড. তানভীর রহমান, ড. এ. কে. শাকুর আহম্মদ জয়ী হয়েছেন।

প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ৫৪১টি ভোটের মধ্যে ৪৩৫টি ভোট পড়েছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি