ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজশাহীতে জেএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ৩১ ডিসেম্বর ২০১৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এগিয়ে গেছে মেয়েরা। এ বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ১০। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশিষ রঞ্জন রায়। 

তিনি জানান, ‘এ শিক্ষা বোর্ডে পাস করেছে ২ লাখ ৪২ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৭৮ জন। এবারো পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।’

দেবাশিষ রঞ্জন রায় বলেন, ‘ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৩০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৭৮ জন। অপরদিকে, মেয়েদের মধ্যে পাস করেছে ৯৪ দশমিক ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২০০ জন।’

তিনি বলেন, ‘৪৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে মাত্র পাঁচজন। চারজন কিশোর অপরাধী বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাস করেছে।’

এবার এ বোর্ডে পাস করেনি এমন স্কুলের সংখ্যা দুটি। এগুলো হলো রাজশাহী বাগমারা উপজেলার বিনাশনি জুনিয়র স্কুল এবং পুঠিয়া উপজেলার জামিরা জুনিয়র গার্লস স্কুল। এ দুটি স্কুল থেকে মোট তিনজন করে শিক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছে। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি