ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

এবারও সেরা বরিশাল, পিছিয়ে ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ৩১ ডিসেম্বর ২০১৯

দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। যেখানে নিজের সেরার ধারাবাহিকতা ধরে রেখেছে দক্ষিণের বোর্ড বরিশাল।

তবে পাসে বরিশাল বোর্ড এগিয়ে থাকলেও, জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে ঢাকা। এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। 

অপরদিকে বরাবরের মত জিপিএ-৫ শীর্ষে থাকা ঢাকা বোর্ড এবার সবার পেছনে পড়েছে। এ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭২ শতাংশ। যেখানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৯৫৩ জন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়। ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করেন শেখ হাসিনা। এ সময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সরকার প্রধান।

এবার সারাদেশে জেএসসি-জেডিসিতে গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে ১০ হাজার ৬৩৯টি বেশি।

জেএসসিতে পাসের হার ঢাকা বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৯৩, রাজশাহীতে ৯৪ দশমিক ১০, কুমিল্লা বোর্ডে ৮৮ দশমিক ৮০, দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯২, বরিশালে ৯৭ দশমিক শূন্য ৫,  যশোর বোর্ডে ৯১ দশমিক শূন্য ৮, সিলেটে ৯২ দশমিক ৭৯ এবং প্রথমবারের পরীক্ষা দেওয়া ময়মনসিংহ বোর্ডে গড় পাসের হার ৮৭ দশমিক ২১ শতাংশ।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ২৯২ জন বেশি।

এআই/এসি
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি