ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

প্রভোস্ট ছাড়াই চলছে শেকৃবির নজরুল হল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৩, ৬ জানুয়ারি ২০২০

রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি ) ছাত্রদের আবাসিক হল ‘কবি কাজী নজরুল ইসলাম’ চলছে প্রভোস্ট ছাড়াই। এতে করে বিশৃঙ্খলা বেড়েই চলেছে হলটিতে। 

খোঁজ নিয়ে দেখা যায়, গত বছরের ২৭ নভেম্বর হলটির প্রভোস্ট পদ থেকে বিদায় নেন ড. সাইফুল ইসলাম ভূঁইয়া। ফলে বিভিন্ন সময়ে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নানান অভিযোগ পাওয়া গেছে। গেল প্রীতিভোজে অতিরিক্ত খাবার সরবরাহ (বিক্রিত ৭০০ কুপনের বিপরীতে ৯৫০ জনের খাবার) ও ছাত্রদের বৃত্তির টাকা আটকে থাকার অভিযোগ অন্যতম।

সূত্র জানায়, বিভিন্ন লেভেলের ছাত্রদের জন্য বৃত্তি বাবদ আসা প্রায় ৩ লাখ টাকা শুধুমাত্র প্রভোস্টের স্বাক্ষর ছাড়া বিতরণ করা যাচ্ছে না। ফলে ছাত্রদের ক্রমাগত চাপে ইতস্তত বোধ করছেন খোদ সংশ্লিষ্ট হল কর্মকর্তারাও।

এদিকে, হলের সহকারী প্রভোস্ট মো. তোফায়েল হোসাইন জানালেন ভিন্ন কথা। তিনি ছাত্রদের বৃত্তির টাকা না পাওয়ার অভিযোগকে অসত্য আখ্যা দিয়ে বলেন, ‘কে বলেছে টাকা পায়না, ছাত্ররা অফিসে আসলেই টাকা পাবে। হল ভালোভাবেই চলছে আপাতত কোনো সমস্যা নেই।’

এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ভুক্তভোগী কয়েকজন ছাত্র ও সংশ্লিষ্ট হলের এক কর্মকর্তার সাথে কথা হয়। তারা জানান, ‘প্রভোস্ট নিয়োগ না হওয়া পর্যন্ত বৃত্তির টাকা বিতরণ সম্ভব নয়।’

জানা যায়,  হল প্রভোস্ট নিয়োগ বিষয়ে সহকারী প্রভোস্ট ড. আনিসুর রহমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বললেও এখনো তার সুফল পাওয়া যায়নি।

এ বিষয়ে শেকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক মো. হাসানুজ্জামান আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। 

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘আপতত হলের সার্বিক দায়িত্ব পালন করছেন ড. আনিসুর রহমান। সেক্ষেত্রে ছাত্ররা তাদের বৃত্তির টাকা পাওয়ার কথা।’

ড. আনিসুর রহমানের সাথে কথা বলে জানা যায় ‘ছাত্রদের বৃত্তির টাকা প্রশাসনের সাথে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে দেয়া হতে পারে।’

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি