ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবিতে ছাত্রলীগের মারধরের ঘটনায় তদন্ত কমিটি

নোবিপ্রবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৯:২৩, ৬ জানুয়ারি ২০২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রলীগের মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার দুপুরে ৫ সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করা হয়। 

গত রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে জুনিয়রকে ডাকা নিয়ে জাহিদুর রহমান নাইমের অনুসারী ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রাফিনকে মারধর করে জাহিদ হাসান শুভ'র অনুসারী ২০১৮-১৯ সেশনের অর্থনীতি বিভাগের শাকিল মোস্তফা ও একই সেশনের সমাজ কর্ম বিভাগের রিয়নসহ ৪-৫ জন।

এই ঘটনার জের ধরে আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফের মারধরের স্বীকার হন জাহিদুর রহমান নাইমের অনুসারী অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আফনান ইয়ামিন।

এ বিষয়ে আফনান ইয়ামিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গতকাল রাতের ঘটনায় আজকে মিউচুয়াল করতে গেলে বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের জাহিদ হাসান শুভ'র অনুসারী মোসাদ্দেক ৫-৬ জনসহ আমাকে মারধর করে। এরপর সহকারী প্রক্টর ইকবাল হোসেন সুমন আসলে আমাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠায়। পরবতীতে আমি সদর হাসপাতালে এসে ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে আসি।

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী রাফিন নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার করবেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইকবাল হোসেন বলেন, আমাদের কাছে অভিযোগপত্র এসেছে। অভিযোগের আলোকে আমরা ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আশা করি, খুব শীঘ্রই তদন্ত কমিটি এই বিষয়ে প্রতিবেদন জমা দিবেন। তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি