বেরোবিতে র্যাগিং আতঙ্কে নবীন শিক্ষার্থীরা
প্রকাশিত : ১৯:২৭, ৬ জানুয়ারি ২০২০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবীন শিক্ষার্থীদের মাঝে র্যাগিং আতঙ্ক বিরাজ করছে। মেসে, হলে, ক্যাম্পাসে এমনকি নিজ বিভাগেও চলা ফেরা করতেও আতঙ্ক বোধ করছে।
চলতি ২০১৯-২০ শেসনের ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সারাদেশের বিভিন্ন বিভাগ থেকে এসে উচ্চ শিক্ষার জন্য এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাদের মধ্যে কোন কোন শিক্ষার্থী আবার কখনই মেস বা হলে থাকে নি। নতুন জায়গায় এসে নিজেকে খাপ খেয়ে নিতে কষ্ট হচ্ছে। আবার এর সাথে যুক্ত হয়েছে র্যাগ এর আতঙ্ক।
চট্টগ্রাম থেকে আসা এক শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ থেকেই সে র্যাগ শব্দটির সাথে পরিচতি ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মেসে উঠার পর মেসে থাকা, ডিপার্টমেন্টের বড় ভাই-বোনদের সাথে আনুষ্ঠানিক পরিচয় হওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে ভীতি কাজ করছে। তবুও সে ক্যাম্পাসের নতুন পরিবেশে নতুন বন্ধুদের সাথে এসব কিছুকে উপভোগ করছে।
সিলেট থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৈশাচিক ভাবে র্যাগ এর খবরে আমরাও উদ্বিগ্ন। লেখা-পড়ার স্বার্থে ছেলেকে মেসে রেখে যাচ্ছি। মেসের বড়দের অনুরোধ করেছি যাতে কোন প্রকার র্যাগ না দেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যাগ দমনে কঠোর। ক্যাম্পাসে কোথাও র্যাগিংয়ের প্রমাণ পাওয়া গেলে র্যাগিংয়ের পরিমাপ অনুযায়ী অভিযুক্তের শাস্তি হবে এবং অভিযুক্তকে বহিষ্কার করা হবে।
আরকে//
আরও পড়ুন