ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

চলো পাল্টাই`র উদ্যোগে পরিচ্ছন্ন নোবিপ্রবি ক্যাম্পাস

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫১, ৭ জানুয়ারি ২০২০

চলো পাল্টাই`র উদ্যোগে পরিচ্ছন্ন নোবিপ্রবি ক্যাম্পাস

চলো পাল্টাই`র উদ্যোগে পরিচ্ছন্ন নোবিপ্রবি ক্যাম্পাস

শিক্ষার্থীদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন এর আয়োজন করে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে উৎসাহিত করতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ কার্যক্রমের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর ড. নেওয়াজ মাহাম্মদ বাহাদুর ও চলো পাল্টাই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। 

সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের বা জনগণের টাকায় পড়াশানা করার দ্বায়বদ্ধতা ও সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই চলো পাল্টাই ফাউন্ডশনের যাত্রা শুরু হয়। 

উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম তার বক্তৃতায় এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি