ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিতে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত 

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫৮, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ওয়ার্কশপ ওন সেল্ফ-এসেসমেন্ট কনসেপ্ট, টেকনিক্স অফ অসেসমেন্ট এন্ড লার্নিং আউটকাম’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারী) বিশ্বদ্যিালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম এর তৃতীয় তলায় আইকিউএসি-এর ভিডিও কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)’ নোবিপ্রবি শাখা দিনব্যাপী এর আয়োজন করে।

আইকিউএসি এর পরিচালক ড. মো. আশরাফুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ ইউছুফ মিঞা, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেয়। ওই নয় বিভাগ নিয়ে Program Self-Assessment Committee (PSAC) গঠন করা হয়।

উল্লেখ্য, এর  আগে ৬ জানুয়ারি ২০২০ আইকিউএসি’র উদ্যোগে দিনব্যাপী Stakeholders (Classs Representative) workshop on QA অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবি’র দুটি ইনস্টিটিউট ও ৫টি অনুষদের সিআর’রা (Classs Representative) অংশ নেয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি