ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি  

প্রকাশিত : ১৯:৫৫, ৯ জানুয়ারি ২০২০

কুমিল্লায় জেলা পরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের আহবায়ক খায়রুল আলম সাধনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সাধন মুরাদনগর উপজেলার ভুবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, খাইরুল আলম সাধন বৃহস্পতিবার সকালে ঢাকার বনশ্রী এলাকার নিজ বাসা থেকে দুই লাখ টাকা নিয়ে মুরাদনগরের উদ্দেশ্যে রওয়ানা করেন। বিকেলে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ লাশ উদ্ধার করে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে সাধনের পরিচয় সনাক্ত করে। 

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মোস্তফাপুর এলাকা থেকে খায়রুল আলম সাধনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কুমেক হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। তার বাম চোখে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে কোন জায়গায় তাকে খুন করা হয়েছে সে বিষয়ে অনুসন্ধান চলছে, ঘটনার ক্লু উদ্ধারের মাধ্যমে অপরাধীদেরকে শনাক্ত এবং আইনের আওতায় আনা হবে।  

কেআই/আরকে   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি