ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শীতার্তদের পাশে নোবিপ্রবির চলো পাল্টাই ফাউন্ডেশন

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:২৬, ১৩ জানুয়ারি ২০২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন কর্তৃক শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ এলাকার অসহায় দুঃস্থদের নিয়ে ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এবার দেশের বিভিন্ন স্থানে অসহায়দের পাশে শীতবস্ত্র নিয়ে থাকবে সংগঠনটি।

সোমবার (১৩ জানুয়ারী) নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্র. ড. মো. দিদার উল আলম শীতবস্ত্র বিতরণ করেছেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রেজারার প্র. মু. ফারুক উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা ড. ফিরোজ হোসেন, উপদেষ্টা শাহরিয়ার কবির শাকিল সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান । 

শীতবস্ত্র বিতরণের পূর্বে উপাচার্য প্র. ড. মো দিদার উল আলম দেশের গরীব-দুঃস্থ মানুষের কল্যানে কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, শীতের দিনে বিভিন্ন স্থানে বস্ত্রহীন মানুষদের দেখভাল করার মত মানুষের খুবই অভাব। এসময় তিনি পড়াশোনার পাশাপাশি একতাবদ্ধ ও সুসংগঠিত হয়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সংগঠনটির সফলতা কামনা করে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা ড. ফিরোজ হোসেন। 

চলো পাল্টাই ফাউন্ডেশনের সভাপতি এসকে ফয়সাল আহমেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবছর মোট পাঁচশত কম্বল বিতরণ করবে বলে জানিয়েছে সংগঠনটি। দেশের বিভিন্ন জায়গায় খুঁজে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা করে সংগঠনটি। তারই অংশ হিসেবে টোকেন প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের প্রকৃত অসহায়দের মাঝে ষাটটি কম্বল বিতরণ করে তারা। 

সংগঠনটি জানায়, অবশিষ্ট শীতবস্ত্র তারা নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত রেলপথের আশপাশে পড়ে থাকা প্রকৃত অসহায়দের মাঝে এবং লক্ষ্মীপুরের আলেকজান্ডার ও ফিরেজপুরের কিছু স্থানে বিতরণ করবে। 

উল্লেখ্য, ২০১৮ সালের শুরুর দিকে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মূলত শিক্ষা, চিকিৎসা, সামাজিক সচেতনতা, বঞ্চিত শিশু, দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ এই ছয়টি সেক্টরে কাজ করছে। ইতিমধ্যে তারা ২'শ এর বেশি অসুস্থ রোগীকে রক্তদান করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া গ্রামাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করার জন্য ক্লাস নিয়ে সহযোগিতা করে যাচ্ছে তারা। এবং প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণসহ নানা ধরণের স্বেচ্ছাসেবী কাজ করছে সংগঠনটি।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি