ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবিতে এসডিজি ডাটা এনালাইটিকস বিষয়ক কর্মশালা 

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:২৯, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রিসার্চ সেল ও একসেস টু ইনফরমেশন কর্তৃক যৌথভাবে এসডিজি ডাটা এনালাইটিকস শিরোনামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।  

সোমবার (১৩ ই জানুয়ারী) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোজেক্ট এর রিসোর্স পারসন সজিব এর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. দিদারুল আলম ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন উপস্থিত ছিলেন। 

এতে বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন একসেস টু ইনফরমেশন এর মো. আরিফ খান, আশিক মাহমুদ ও কাঊসার হাসান।   

উক্ত কর্মশালায় বক্তারা বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বিভিন্ন সমস্যা, সমাধান, উত্তরণের কৌশল ও এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে বিশদ আলোচনা করেন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি