ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে পৌষসংক্রান্তি উদযাপন 

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫০, ১৪ জানুয়ারি ২০২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির উদ্যোগে পৌষসংক্রান্তি-১৪২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৌষসংক্রান্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্ক প্রতিযোগিতা, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও বারবিকিউ পার্টি আয়োজন করা হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি এবং সহকারী মডারেটর ও কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক একিউএম সালাউদ্দীন পাঠান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডিবেটিং সোসাইটির সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সৌরভসহ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি