ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জকসু নির্বাচনের দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৯, ১৬ জানুয়ারি ২০২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিছিল ও সমাবেশ করে। এসময় তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিব, বক্তব্য রাখেন জবি শাখার দপ্তর সম্পাদক মামদুদুর রহমান মুক্ত। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের জবি শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা।

সমাবেশে তানজিম সাকিব বলেন, আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুততর সময়ে জকসু নির্বাচন দেয়া হোক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড দ্রত বাস্তবায়ন করা হোক। সেই সাথে নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রগতিশীল আন্দোলনের হাতকে শক্তিশালী করার আহবান জানান।  

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি