ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিকৃবিতে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু

সিকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১২:২৯, ১৭ জানুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিবর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরালে স্থাপিত ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী , বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. সোহেল মিঞা, সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিয়া, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘শুধু মুখে মুখে বঙ্গবন্ধুর স্লোগান নয়, বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী দেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যেতে হবে।’

সবার সহযোগিতা অব্যাহত থাকলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সারা বছর ধরে নানা আয়োজনের মধ্যদিয়ে মুজিব বর্ষ উদযাপিত হবে বলে জানান তিনি।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি