ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি সোমবার এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ পরীক্ষা।

তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম চলবে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানানো হয়।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য এসএসসি ও সমমানের পরীক্ষা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শনিবার রাতে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষা পহেলা ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু করা হবে বলে জানান।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, রোববার দুপুরে সংশোধিত এসএসসি পরীক্ষা রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়ার পর তা অনুমোদন করা হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয় সংশোধিত রুটিন।

উল্লেখ্য, এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ হলেও মাদরাসা ও কারিগরি বোর্ডের সংশোধিত রুটিন এখনো প্রকাশিত হয়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি