ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:১৩, ২০ জানুয়ারি ২০২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ক্ষণগণনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এ সময় তিনি বলেন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী দেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যেতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করে বছরব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে মুজিববর্ষ উদযাপন করার কথা জানান। 

এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দীন, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমী ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি