ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২১ জানুয়ারি ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) ১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা ২ ফেব্রুয়ারির (রোববার) বেলা ১টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত (www.nu.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটির নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি