ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

যৌন হয়রানির প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর

বাকৃবি সংবাদদাতা 

প্রকাশিত : ১১:১২, ২১ জানুয়ারি ২০২০

যৌন হয়রানির প্রতিবাদ করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষ এবং ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থী। 

ভুক্তভোগী হাসিবুল অভিযোগ করে বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে জব্বারের মোড়ে আমার পরিচিত এক জুনিয়র ছাত্রীকে আমাদের বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী নাসির উদ্দিন, তন্ময় সৈকত, আশিকুর রহমান পিয়াস, মোবাশ্বেরসহ বেশ কয়েকজন সিনিয়র উত্ত্যক্ত করে।’ 

ওই শিক্ষার্থী জানান, ‘এসময় আমি তাদেরকে এসব করতে নিষেধ করি এবং ওই ছাত্রীকে রিকশায় করে তার হলে পাঠিয়ে দিই। এরপরই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে কিল-ঘুসি ও পিঠে পাথর দিয়ে আঘাত করে। এতে আমি পড়ে গেলে পাশের হোটেলের রান্না করার লাকড়ি দিয়ে মারধর শুরু করে তারা।’

ঘটনার পর ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি