ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

ঢাকা কলেজ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৫, ২১ জানুয়ারি ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অন্যতম কলেজ ঢাকা কলেজ। আজ ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা কলেজের বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত হওয়ার পর ৩য় তম ব্যাচ হিসেবে ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের।

ঐতিহ্যবাহী ঢাকা কলেজে মোট ১৯টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগের ভর্তির কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটা বিভাগ নতুন রুপে সেজেছে আজ ফুলে ফুলে। সকাল হতে নতুন রুপে সাজতে শুরু করেছে ঢাকা কলেজের প্রতিটি বিভাগ। সবাইকে ফুলের মাধ্যমে বরণ করে নিয়েছে বিভাগীয় শিক্ষকগণ। 

নবীনরা উৎফুল্ল চিত্তে আসছে প্রথম ক্লাসের উদ্দেশ্যে। সবার মাঝে নব ক্যাম্পাসের উচ্ছ্বাস বইছে। ঢাকা কলেজের সামনে আসতেই বিশাল সুদর্শন গেইট দেখে কয়েকবার চোখ না বুলিয়ে পারছেনা তারা। প্রতিটি শিক্ষার্থী পরিপাটিরূপে আসছে ঢাকা কলেজ ক্যাম্পাসে।

২০১৯-২০ শিক্ষাবর্ষের (স্নাতক ১ম বর্ষ) ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের শিক্ষার্থী মো.উজ্জ্বল বলেন, অনার্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে এসে আমার খুবই ভাল লাগছে। যা সারাজীবন মনে থাকার মতো। তাছাড়া শিক্ষকদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি।

নবীন ছাত্রদের উদ্দেশ্য ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ঢাকা কলেজ বাংলাদেশের সর্বপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা কলেজের সুনাম যুগ যুগ ধরে চলে আসছে। আমি আশা করি তোমরাও ঢাকা কলেজের এ সুনাম ধরে রাখবে। তাছাড়া তিনি আরও বলেন, ঢাকা কলেজ থেকেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে।

তাছাড়া ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ এটিএম মঈনুল হোসেন, বিভাগীয় প্রধান প্রফেসর এ বি এম শিহাবউদ্দীন আহমেদ, প্রফেসর মো. হুমায়ুন আহমেদ, প্রফেসর হেলেনা বেগম, প্রফেসর সৈয়দা হাবিবা প্রমুখ ও অন্যান্য শিক্ষকসহ সকল নবীন শিক্ষার্থীবৃন্দ।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি