ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টার ওরিয়েন্টেশন অনুর্ষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ২৯ জানুয়ারি ২০২০

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টার ২০১৯ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ড. এম. এইচ. খান অডিটরিয়ামে দুই সেশনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। দুই সেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী।

প্রথম সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রবিউল আলম, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান-এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির প্রতিনিধি ও বিশেষ অতিথিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপর্ণ বক্তব্য প্রদান করেন। 

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুর,  বিজনেস অ্যান্ড স্যোশাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো. আমানউল্লাহ, আর্কিটেকচার ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এম. এ. মুক্তাদির, প্রকৌশল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. আবদুর রহিম মোল্লা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হামিদুর রহমান খান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আমিরুল আলম খান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী প্রমুখ।  

বিভাগীয় প্রধানরা, অফিস প্রধানরা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও নবীন শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি