ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

তাপসের নির্বাচনী প্রচারণায় ঢাকা কলেজ ছাত্রলীগ

ঢাকা কলেজ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৯, ২৯ জানুয়ারি ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রর্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে মিছিল ও র‌্যালি সহ প্রচারণা চালিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ৷ 

বুধবার ( ২৯ জানুয়ারী) ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়৷ পরে মিছিলটি সাইন্সল্যাব, নিউমার্কেট, কাঁটাবন, বাটা সিগন্যালসহ ১৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে৷ 

মিছিলে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মাহী, শেখ রাসেল, রাসেল মাহামুদ, আহবায়ক কমিটির সদস্য শাহীন সাদেক মির্জাসহ পাঁচ শতাধিক এর বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন৷ 

মিছিলে "শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন", "তাপস ভাইয়ের মার্কা, নৌকা মার্কা", "উন্নয়নের মার্কা, নৌকা মার্কাসহ বিভিন্ন নির্বাচনী স্লোগান দেওয়া হয়৷

মিছিল আরো উপস্থিত ছিলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাইনুল হোসেন, সাদ্দাম হোসেন, জসিম উদ্দিন, রহমত উল্লাহসহ শতাধিক নেতাকর্মী।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি