ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাবিতে ব্যতিক্রমী পিঠা উৎসব

রাবি সংবাদদাতা:

প্রকাশিত : ২০:৪১, ৩১ জানুয়ারি ২০২০

বাঙালি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ এন্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) উদ্যোগে আয়োজন করেছে পিঠা উৎসব। শীতকালে বর্তমান ও প্রাক্তন সদস্যদের আড্ডায়  পিঠা উৎসব পরিণত হয়েছে মিলনমেলায়।

কর্মব্যস্ততার মাঝে স্বেচ্ছাসেবী সদস্য ও কার্যনির্বাহী সদস্যদের মাঝে এক প্রীতি ক্রিকেট খেলার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  পিঠার মৌ- মৌ গন্ধে মেতে ওঠে সবাই।গানের আসর আর পিঠার স্বাদে মেতে ওঠে সাবেক বর্তমান সদস্যরা।
পিঠা উৎসবে উপস্থিত ছিলো বাংলাদেশের  বহুজাতিক কোম্পানির পে-রোল সহযোগী মো: রাশেদুল ইসলাম সজিব, ইউনিস্যাব রাজশাহী বিভাগের সাবেক আঞ্চলিক পরিচালক কামারুজ্জামান সায়েম, সৈকত গাজী, মাহমুদুল হাসান নয়নসহ ইউনিস্যাবের সাবেক সদস্য ও বর্তমান স্বেচ্ছাসেবীগণ।

অনুষ্ঠানে ছেলেদের ক্রিকেট খেলার পাশাপাশি মেয়েদের জন্য ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলার আয়োজন করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনসাধারণের মধ্যে জাতিসংঘের মূলনীতি, উদ্দেশ্য প্রভৃতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি,  ব্যক্তিক দক্ষতা উন্নয়নের কর্মশালা ড্রিম অরেঞ্জ, পরিবেশ রক্ষায় পরামর্শমূলক কার্যকরী আলোচনা সভা, সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উৎসব, দেশের বিভিন্ন ক্রান্তিকালে সহায়তামূলক কর্মসূচি, বাৎসরিক শীতবস্ত্র বিতরণ, ছায়া জাতিসংঘ সম্মেলন এবং জাতিসংঘের অগ্রগতিতে তরুণদের ভূমিকা বিষয়ক নানা কর্মশালা আয়োজন করে থাকে  ইউনিস্যাব -রাজশাহী বিভাগ।  বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে পিঠা উৎসব।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি