ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিববর্ষ উপলক্ষে গবিতে পিঠা উৎসব 

গবি সংবাদদাতা  

প্রকাশিত : ১৬:৩০, ২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করেছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গাকসু)।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-২০ আসনের সংসদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ পিঠা মেলার উদ্বোধন করেন। 

এসময় তিনি বলেন, ‘ভাল কাজের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন আয়োজন সচারাচর চোখে পড়ে না। জাতির পিতার জন্মশতবার্ষিকীকে ঘিরে এ আয়োজন করায় গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদকে ধন্যবাদ।’

এদিকে সকাল থেকেই  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বাহারী পিঠার স্টলে ভিড় জমাতে থাকেন। 

পিঠা উৎসবে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, ‘শিক্ষার্থীদের পিঠা উৎসবের মত এমন একটি ব্যতিক্রম আয়োজন প্রশংসার দাবি রাখে। নিজেদের হাতে তৈরি করা পিঠা তারা বিক্রি করছে, সবার মাঝে আনন্দ আর উচ্ছ্বাস বইছে। এমন দৃশ্য দেখে খুবই ভাল লাগছে।’

পিঠা উৎসবের সামগ্রিক দিক নিয়ে কথা বলতে গিয়ে গাকসু জিএস মো. নজরুল ইসলাম রলিফ বলেন, ‘পিঠা উৎসব নির্বিঘ্ন ও সুন্দর করতে আমরা সবধরণের ব্যবস্থা নিয়েছি। আশা করছি সবাই দিনটি উপভোগ করতে পারবে।’

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভীন বানু, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী বাবুসহ সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি