ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাবিতে বঙ্গবন্ধু আন্ত:হল সাহিত্য প্রতিযোগিতা ১৩ ফেব্রুয়ারি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০২০

প্রতিবছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী আন্তঃহল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই অনুষ্ঠানের।

টিএসসিসির পরিচালক প্রফেসর ড. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর এম. আব্দুস সোবহান, বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও চৌধুরী মোহাম্মদ জাকারিয়া উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ এ অংশগ্রহণের সুযোগ দেয়া হবে বলে জানা গেছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি