ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুবাদের বিশ্বজয়ে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৯:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২০

যুব বিশ্বকাপে ইন্ডিয়াকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়ে কলাভবন, টিএসসি, রোকেয়া হলসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজয় মিছিলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ বিশ্বকাপ বিজয়ী হয়েছে, ‘এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে যুবাদের আন্তরিক অভিবাদন জানাই।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি