ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিকৃবি

গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি আতিকুজ্জামান সম্পাদক বিশ্বজিৎ

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের এক বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান,সাধারণ সম্পাদক উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবনাথ । 

এ কমিটির অনান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবু জাফর বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মো. ইব্রাহীম খলিল,সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, প্রচার সম্পাদক মো. শেখ ফরিদ, সাংস্কৃতিক সম্পাদক সুষ্মিতা রানী সাহা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রনজিত কুমার দাশ,

সদস্য পদে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন,অধ্যাপক ড. মো. আবুল বাসেত,অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকার,অধ্যাপক ড. নজরুল ইসলাম ,ড. মো. মাহফুজুর রহমান,ড. চন্দ্র দাশ,শেখ রাসেল আহমেদ, মো. রশীদ আহমদ ।

বিকেলে নতুন কমিটির সকল সদস্যদের সাথে করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত  জাতির  জনক  বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধা নিবদেন করেন ।এসময় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর হোসেন মিঞা.কৃষি প্রকৌশল অনুষদের ডিন ড. সানজিদা রিতু সহ বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষিকা উপসস্থিত ছিলেন

উল্লেখ্য, ‘প্রগতির পথে, বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন '-এই মূলমন্ত্র সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ ২০০৮ সালের অক্টোবর মাসে যাত্রা শুরু করে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি