ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেটের আওতায় নোবিপ্রবি 

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বিনামূল্যে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেটের আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আইসিটি সেলের উদ্যোগে সকালে ওয়াইফাইসহ ক্যাম্পাস নেটওয়ার্কের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হাসন, শিক্ষক সমিতির সভাপতি প্রফসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মা. মাজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হাসান, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ, নোবিপ্রবি আইসিটি সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আব্দুল্লাহ হিল ফারুকসহ সেলের অন্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ কার্যক্রমের মাধ্যমে সকল একাডেমিক, প্রশাসনিক, হলসমূহ ও আবাসিক এলাকায় ওয়াফাই ও ল্যান সংযোগ দেয়া হয়েছে। এ নেটওয়ার্ক রক্ষণাবক্ষণের জন্য নেটওয়ার্ক অপারেশন সেন্টার আইসিটি সেলে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে তাদের গবেষণার তথ্য উপাত্ত সংগ্রহ করত পারবে। আর প্রশাসনিক কাজ কর্মকর্তা-কর্মচারীবৃন্দও এ সেবা ব্যবহারের মাধ্যমে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, নোবিপ্রবিকে ডিজিটাল বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যাবতীয় উদ্যোগ গ্রহণ করব। এরই অংশ হিসেব ‘ডাটা সেন্টার, ডিজিটাল ট্রান্সফরমশন এনএসটিইউ’ নামে আরকটি প্রকল্প গ্রহণ করেছেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি