ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঘাতক বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ঘাতক বাসের ধাক্কায় প্রাণ যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন আহমদের। নিহত সুজন একাউন্টিং এন্ড ইনফরমেশনের বিভাগের ২০১৬-১৭  শিক্ষা বর্ষের ছাত্র। সুজনের মা ও ভাবিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার দুপুরে কুমিল্লার নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় সুজনের প্রাণ যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অটো রিকসা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার এলাকায় রাস্তার অপর পাশে যাওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে সুজন মারা যান। আহত অবস্থায় সুজনের মা ও ভাবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। 

কুমিল্লার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন ঘটনা নিশ্চিত করে বলেন, 'ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে বর্তমানে তাঁর বাড়িতে নিয়ে এসেছি।' নিহত সুজনের  গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি