ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাসে ফিরে আসার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেনী পলিটেকনিক ইন্সটিউটের সামনে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

পরে তারা কলেজ ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে। এসময় শিক্ষার্থীরা ইন্সটিটউটের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে অধ্যক্ষের অনুরোধে তারা তালা খুলে দেয়।

দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও উনিশ মাসের বকেয়া বেতনভাতার দাবিতে দীর্ঘদিন ধরে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষকদের কর্মবিরতির চলছে। এ কর্মবিরতি প্রত্যাহারের জন্য শিক্ষার্থীদের এ আন্দোলন।

শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে আমরা কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শিক্ষকরা ক্লাস না নেয়ায় তাদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে।’

তারা জানান, ‘দেড় বছর ধরে শিক্ষকরা ২য় শিফটের কর্মবিরতি করছেন। যার কারণে আমরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছি। শিক্ষকদের কাছে অনুরোধ ক্লাসে ফিরে আসুন।’

আন্দোলনরত ২য় শিফটের শিক্ষার্থীরা আরও বলেন, ‘তাদের ক্লাসে যদি শিক্ষক ফিরে না যান তাহলে ইন্সটিটিউট খুলতে দেয়া হবে না। সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।’

শিক্ষকদের আন্দোলন যৌক্তিক দাবি করে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি থেকে শিক্ষকরা আন্দোলন করে আসছে। আগামি সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইতিবাচক সাড়া পেলে ছাত্র-শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে।’

ফেনী পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি তাজ উদ্দিন পলাশ বলেন, ‘মূল বেতনের ৫০ শতাংশকে (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) প্রধান করে পর্যায়ক্রমে শতভাগে উন্নীত করতে হবে সরকারকে। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি সরকার।

তিনি বলেন, ‘মন্ত্রী-সচিবরা আমাদের আন্দোলনকে যৌক্তিক মনে করলেও কোনো এক অদৃশ্য কারণে পরিপত্র জারি করে দাবির পক্ষে সাড়া দিচ্ছেন না। ফলে আমাদের পক্ষে ২য় শিফটের ক্লাস থেকে বিরত থাকা ছাড়া কোনো উপায় নেই।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি