ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নানা আয়োজনে ইবিতে বসন্ত উৎসব 

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত উৎসব ১৪২৬ পালিত হয়েছে। শনিবার বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসে এ উৎসব পালিত হয়। 

এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন,উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সেখানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি