ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইবিতে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ইবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আশকারী আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সোহেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ে ৩৪ বিভাগের মধ্যে ৩২টি বিভাগ অংশগ্রহণ করছে। লোকপ্রশাসন বিভাগ ও আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যকার খেলার মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হয়।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি