ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাবিতে নানা আয়োজনে শহীদ ড. শামসুজ্জোহাকে স্মরণ

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে শহীদ ড. শামসুজ্জোহা ও শিক্ষক দিবস।

দিবসটি পালনে আজ মঙ্গলবার সকাল ৭টায় প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ ড. জোহার সমাধি ও প্রধান ফটকের সামনে অবস্থিত স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

পরে অফিসার সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন দিবসটি পালনে নানা কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান আন্দোলনের সময় এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. মুহম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি