ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করলেন সাংসদ শিখর

   ঢাকা কলেজ প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্ম সম্পর্কে শিশুদের জানাতে 'খোকা হলেন জাতির জনক' শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে ৷ 

মঙ্গলবার বিকাল ৪টায় অমর একুশে গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয় ৷ বইটির মোড়ক উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এম.পি ৷  

বইটির লেখক আব্দুর রশীদ ৷ এসময় আব্দুর রশীদের লেখা 'জিয়ারতে মক্কা মদীনা' নামে আপর একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়৷ মোড়ক উন্মোচন শেষে সাইফুজ্জামান শিখর বলেন,'বাঙালির ঐতিহ্যের অংশ একুশের বইমেলা ৷ এই একুশের বইমেলায় একাধারে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলাম৷ একটি হল 'খোকা হলেন জাতির জনক' অন্যটি 'জিয়ারতে মক্কা মদিনা' ৷ 
শিশুদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে কবিতা লিখেছেন আমি সকলকে পড়ার অনুরোধ করছি ৷ কবিতার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু  জানার থাকবে৷ জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে যত লেখা, যত কবিতা আর তাঁর ভাষণ যতবার প্রচারিত হয়েছে পৃথিবীতে অন্য কোনো ব্যক্তির নামে এত কবিতা লেখা হয়নি ৷ জাতির জনকের জন্মই হয়েছিল নিপীড়িত বাঙালির মুক্তির জন্য, বাঙালির মুখে হাসি ফুটানোর জন্য৷ 

এসময় তিনি আরও বলেন, 'জিয়ারতে মক্কা মদীনা' বইটিতে কবিতার মধ্য দিয়ে জিয়ারতের ফজিলত সম্পর্কে জানা যাবে ৷ এছাড়াও  ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন ৷ এসময় তিনি এমন দুটি বই পাঠকদের উপহার দেওয়ার জন্য লেখককে শুভকামনা জানান৷ 

বইয়ের লেখক আব্দুর রশিদ বলেন,"আমার এই কবিতার বইখানি যদি শিশু-কিশোর থেকে শুরু করে যুবক-বৃদ্ধ পাঠ করে তাহলে তাঁরা জাতির জনকের কর্মময় জীবনের কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে৷ আর এতেই আমি নিজেকে সার্থক মনে করব ৷'

বই দুটি মেলার ৪৮৪ ও ৪৮৫ নং স্টলে পাওয়া যাচ্ছে ৷ উল্লেখ, আব্দুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক৷ গত বছর বইমেলায় তাঁর 'মালঞ্চ' ও 'একাত্তুরের রাতে' নামে দুটি কবিতার প্রকাশিত হয় ৷

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি