ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পবিপ্রবিতে শিক্ষকদের ক্লাশ-পরীক্ষা বর্জন

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বর্জন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবি করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নোটিশে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক এবং তারা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ উচ্ছৃঙ্খলায় লিপ্ত হয়। এর আগে গত ২৩ জানুয়ারী র‌্যাগিংয়ের দায়ে ১৫ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গতকাল সোমবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনু-রশীদসহ প্রায় অর্ধশত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এসব বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ প্রতিবেদককে বলেন, সংকট নিরসনে খুব দ্রুতই উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি