ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উপাচার্যকে ক্লাসে পেয়ে উল্লাসিত নোবিপ্রবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২০

কৃষি বিভাগে ক্লাস নিচ্ছেন ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। ছবি: একুশে টেলিভিশন

কৃষি বিভাগে ক্লাস নিচ্ছেন ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। ছবি: একুশে টেলিভিশন

ভিসিকে হঠাৎ ক্লাসে পেয়ে শিক্ষার্থীরা বেশ উল্লাসিত এবং কেউ কেউ অবাকও হন। কৃষি বিভাগের ৮ম ব্যাচের সেচ ও নিষ্কাশন বিষয়ে আলোচনা করেন উপাচার্য। শিক্ষার্থীরা বলেন, স্যারকে আমরা এতোদিন প্রশাসক হিসেবে পেয়েছি, এখন শিক্ষক হিসেবে পেয়েছি- এটা আমাদের বড়ই সৌভাগ্যের ব্যাপার। 

ভিসি বলেন, প্রশাসক হওয়ার আগে আমার বড় পরিচয় একজন শিক্ষক। সুযোগ পেলেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিবো। মৃত্তিকা বিজ্ঞান সম্পর্কিত যে কোন বিষয় আমি সুযোগ পেলেই পড়াবো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল- আলম কৃষি বিভাগে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পাঠদানের সময় এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন সম্ভব করতে মাটির উপর গবেষণার বিকল্প নেই।

জানা যায়, অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ভিসি হিসেবে যোগদানের পর এই প্রথম কোন বিভাগে ক্লাস নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন থেকে ১৯৯০ সালে প্লান্ট অ্যান্ড সয়েল সায়েন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

এছাড়া তিনি নদী গবেষণা ইনস্টিটিউটের গবেষক হিসেবেও কাজ করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি