ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নজরুল, সম্পাদক হাবিব

জাককানইবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০

মো. নজরুল ইসলাম, শাহজাদা আহসান হাবীব ও নীলা সাহা- একুশে টেলিভিশন

মো. নজরুল ইসলাম, শাহজাদা আহসান হাবীব ও নীলা সাহা- একুশে টেলিভিশন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগপন্থী সব শিক্ষকই বিজয়ী হয়েছেন। বুধবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর তিনটা পর্যন্ত চলে কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর ভোট গ্রহণ।

ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে মো. নজরুল ইসলাম ১০৪ এবং সাধারণ সম্পাদক পদে শাহজাদা আহসান হাবীব ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নীলা সাহা। 

অন্যান্য পদে বিজয়ী হলেন, ড. তুষার কান্তি সাহা (সহ-সভাপতি), ড. সেলিম আল মামুন (শিক্ষা ও গবেষণা সম্পাদক), বিজয় চন্দ্র দাস (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক) এবং নির্বাহী সদস্য পদে রিয়াদ হাসান, আল জাবির, মো. রিয়াজুল ইসলাম, বিজয় কর্মকার, ড. মো. সুজন আলী ও তানিয়া আফরিন তন্বী। 

এ ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসিফ ইকবাল আরিফ, কোষাধ্যক্ষ পদে প্রহল্লাদ চন্দ্র দাস ও দপ্তর ও প্রচার সম্পাদক পদে মো. মাজহারুল হোসেন তোকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

উল্লেখ্য, শিক্ষক সমিতি নির্বাচন-২০২০ এ বিএনপি পন্থী সাদা দল অংশ নেয়নি। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি