ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গবিতে সাধারণ ছাত্র পরিষদের প্রথম কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০

গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে অঙ্গীকারবদ্ধ সংগঠন সাধারণ ছাত্র পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স কক্ষে এ আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রনি আহম্মেদ কে সভাপতি এবং একই বিভাগের মাহবুবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করে সাধারণ ছাত্র পরিষদের প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডা: হাদিউজ্জামান।

৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. জান্নাতুল ফেরদৌস জীবু, হাফসা ইয়াসমিন, শারমিন কবিতা, মো. কামরুল হাসান, মো. আলামিন, মো. ছাব্বির খান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, মো. মিল্টন মন্ডল, তামান্না আফতাব, মো. আশরাফুল আলম, সাদিয়া সুলতানা; সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান, প্রচার সম্পাদক মহিউদ্দীন সুজন, অর্থ ও দপ্তর সম্পাদক আনন্দ দ্রুতি, আইন বিষয়ক সম্পাদক মেরাজ তালুকদার প্রমুখ। 

অনুষ্ঠানে সাধারণ ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য মুস্তাফিজুর রহমান আকাশ, রাসেল আহমেদ, ডা: ইফতেখার এনাম মেবিন, মনসুর হোসেন মানিক, আতাউল মাহমুদ বাবু, মো. ইকরাম হোসেন, শরিফুল ইসলাম রতন, আসিফ আল আজাদ, শামীম হোসেন এবং ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. জুয়েল রানা বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্য প্রদান করেন ছাত্র পরিষদের উপদেষ্টা পরিষদের স্থায়ী সদস্য শেখ খোদারনুর রনি।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে বৈধ উপাচার্যের আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠে সাধারণ ছাত্র পরিষদ। প্রায় ৬৮ দিনের আন্দোলনের মাধ্যমে তারা বৈধ উপাচার্য সহ বিভিন্ন দাবি আদায়ে সর্বাত্বক প্রচেষ্টা চালায়। এরপর থেকে তারা শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি