ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোবিপ্রবিতে ভাষা শহীদ সালামের পরিবারকে সংবর্ধনা

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০০:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

শহিদ আব্দুস সালামের পরিবারকে স্মারক তুলে দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

শহিদ আব্দুস সালামের পরিবারকে স্মারক তুলে দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

অন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস ২০২০ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নীল দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন নীল দলের সভাপতি ড. ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক বিপ্লব মল্লিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজনুর রহমান, নীল দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ড. মো. দিদার-উল-আলম ভাষা শহীদ আব্দুস সালামের পরিবারকে উপহার তুলে দেন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি