ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেকৃবিতে শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (সেকৃবি) পরিবার। শুক্রবার একুশের প্রথম প্রহরের শেকৃবি কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের। 

সাংস্কৃতিক সংগঠন কৃষাণ থিয়েটার কর্তৃক শহীদ মিনারের সামনে নাটিকার আয়োজন শেষে রাত ১২টা ১ মিনিটে  ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ। 

পরে উপ-উপাচার্য অধ্যাপক ড.  মো. সেকেন্দার আলী, শিক্ষক সমিতি, নীলদল, সাদা দল, প্রভোস্টবৃন্দ, অফিসার্স এসোসিয়েশন, ছাত্র সংগঠন বঙ্গবন্ধু পরিষদ এবং শেকৃবির সকল সামাজিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।   

সবশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি