ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাকৃবির শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনে অব্যবস্থাপনা!

বাকৃবি সংবাদদাতা

প্রকাশিত : ১৬:০২, ২১ ফেব্রুয়ারি ২০২০

বাকৃবির শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনে অব্যবস্থাপনা!

বাকৃবির শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনে অব্যবস্থাপনা!

Ekushey Television Ltd.

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় বিশৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের তালিকা করা হলেও নিয়ম এবং ক্রমের তোয়াক্কা না করায় বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও ছাত্র সংগঠনগুলোকে হেয় করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে বাকৃবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি গৌতম কর বলেন, ‘মহান শহীদ দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করা উচিত। জাতীয় দিবসগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগের ঘাটতি থাকায় বরাবরই বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে না যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।’

এ বিষয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবির প্রাতিষ্ঠানিক কমান্ডের সভাপতি কৃষিবিদ এফ এম আনোয়ার হোসেন বাবু বলেন, ‘জাতীয় দিবসগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনায় আমরা ক্ষুব্ধ। কোনও দিবসে যেন বিশৃঙ্খলা না হয় এজন্য যথাযথ উদ্যোগ নেয়ার দাবি জানাচ্ছি।’

তবে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির বলেন, ‘শহীদ মিনারে নিয়মতান্ত্রিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা যায়নি।’

এআই/এনএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি