ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভাষা শহীদদের প্রতি নোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২২:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২২:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২০

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র (নোবিপ্রবি) শহীদ মিনারে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (নোবিপ্রবিসাস)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে সমিতির সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. আব্দুল্লাহ আল মামুন, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমেল শাহরিয়ার, অর্থ-সম্পাদক মাইনুদ্দিন পাঠান, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রিপন চন্দ্র শীল, কার্যনির্বাহী সদস্য আব্দুল কবির ফারহান, সাবিহা তাসমীম, এস জে আরাফাত, এস আহমেদ ফাহিম, আব্দুল্লাহ আল নোমান, ফারহানা সুপ্তি, ফজলে এলাহী ফুয়াদ উপস্থিত ছিলেন।

এদিকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহারে (রাত ১২টা ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমসহ অন্যান্য শিক্ষকরা শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং সেচ্ছাসেবী সংগঠনগুলো ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি