ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যথাযথ মর্যাদায় ঢাকা কলেজে মাতৃভাষা দিবস পালন

ঢাকা কলেজ সংবাদদাতা

প্রকাশিত : ২৩:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্য পরিবেশে ঢাকা কলেজে পালিত হয়েছে  ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ১ মিনিটে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। 

প্রথমে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। পরে শিক্ষক পরিষদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিট, স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ, ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কলেজের কর্মচারীসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
 
এ সময় ঢাকা কলেজ মিউজিক স্কুলের ছাত্রের পরিবেশনায় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..’ বাজানো হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সবাই সেখানে কিছুক্ষণ নীরবে এক মিনিট দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
 
এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি